জয়পুরহাট সদর উপজেলা বাংলাদেশর সীমান্ত সংলগ্ন জয়পুরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অবারিত প্রাকৃতি সৌন্দর্যমন্ডিত এই উপজেলাটির আয়তন ২৩৮.৫ বর্গ কি.মি.। এখানে আছে নানা বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায়ের মানুষের বাস। এই উপজেলার মোট জনসংখ্যা ২৮৯০৮৫ জন (প্রায়)। এই উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। এটি মোট ২২৫ টি গ্রাম নিয়ে গঠিত যা রয়েছে ৮টি ইউনিয়ন ভূমি অফিস এছাড়াও রয়েছে ছোট বড় মিলিয়ে ১৪টি হাটবাজার ১০৩টি খাস পুকুর । এই উপজেলাটি বিদ্যার্জনের জন্য অনেক দিক থেকে এগিয়ে রয়েছে। এখানে আছে ২টি সরকারি কলেজ, ১টি ক্যাডেট কলেজ, ২টি বহুভাষী সাটলিপিট কলেজ, ২টি বিজ্ঞান কলেজ,১টি পিটিআই কলেজ, ১টি বিএড কলেজ, মাধ্যমিক বিদ্যালয় সরকারি ২টি মাধ্যমিক বিদ্যালয় বে-সরকারি ২৯টি প্রাথমিক বিদ্যালয় সরকারি 107 টি প্রাথমিক বিদ্যালয় (বে-সরকারি) 47 টি ১৪টি মাদ্রাসা শিক্ষা দিক থেকে এগিয়ে আছে এ উপজেলাটি এ অঞ্চলে আখের ফসল ভাল হয় বলে এখানে গড়ে ওঠেছে একটি চিনিকল। এই উপজেলার উপর দিয়ে বয়ে গিছে ছোট বড় ৩টি নদী যার মধ্যে যমুনা নদীও আছে। এছাড়া এই উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সুপরিচিত যার প্রমাণ বহন করেছে বধ্যভূমিগুলো। পাগলা দেওয়ান ও কড়ই কাদিপুর বধ্যভূমি দুট আজও মনে করিয়ে দেয় সেদিনের নির্মম যুদ্ধের কাহিনী। জয়পুরহাট সদর থেকে তিন মাইল উত্তর -পশ্চিমে যমুনার তীর রেল-আসলা গ্রামে বার শিবালয় মন্দির অবস্থিত। বাবু রাজীব লোচন ১৭০০ সালে উক্ত মুন্দির নির্মান করেন। এই উপজেলা নির্বাচনী আসন জয়পুরহাট-১ এর অন্তভুক্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস